
সংবাদ সংস্থা : জওয়ানদের হত্যার বদলা নিল ভারতীয় সেনা । তাদের হাতে নিকেশ লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার উমর মুস্তাক খাণ্ডে-সহ আরও এক।শনিবার থেকেই কাশ্মীরের একাধিক এলাকায় চিরুণি তল্লাশি শুরু করে কাশ্মীর পুলিশ ও ভারতীয় সেনার যৌথবাহিনী। নির্দিষ্ট খবরের ভিত্তিতে পাম্পোরের দ্রাংবাল এলাকার একটি তিনতলা বাড়ি ঘিরে ফেলে ভারতীয় সেনা।
জঙ্গিদের আত্মসমর্পণের নির্দেশ দেয়। পালটা বাড়ির ভিতর থেকে গুলি ছুঁড়তে শুরু করে জেহাদিরা। জবাব দেয় বাহিনীও। গুলির লড়াইয়ে দুই সন্ত্রাসবাদী নিকেশ হয়। কাশ্মীর পুলিশ সূত্রে খবর, মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। মিলেছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি।
কাশ্মীরের আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, ৮ অক্টোবরের পর থেকে কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ৯টি এনকাউন্টার হয়েছে। সেখানে ১১ জন জেহাদি নিকেশ হয়েছে। এদিন লস্করের আরও এক শীর্ষ নেতার মৃত্যু হল।