খবরদেশ

‘আমি ফুল-টাইম সভাপতি’, বৈঠকে সাফ বার্তা সোনিয়ার

সংবাদ সংস্থা : মনে করা হয়েছিল, কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে স্থায়ী সভাপতি খোঁজা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিগত বেশ কয়েকদিন ধরে কংগ্রেসের অন্দরে জি-২৩ গোষ্ঠীর যেই বিদ্রোহ শুরু হয়েছে, তা শান্ত করতে কোনও পদক্ষেপ নেওয়া হত পারে। তবে তা না করে বিদ্রোহীদের সাফ বার্তা হিসেবে সোনিয়া গান্ধী জানিয়ে দিলেন যে তিনি দলের ফুল-টাইম সভাপতি পদে রয়েছেন।

শনিবার সোনিয়া গান্ধী বলেন, ‘কংগ্রেসকে পুনরুজ্জীবিত করে তোলার জন্য আত্ম-নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, ঐক্য এবং দলের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন।’ তিনি আরও বলেন, ‘দল আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করেছে। কিন্তু নিঃসন্দেহে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি।’ কিন্তু তিনি এটাও জোর দিয়ে বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, যদি আমরা শৃঙ্খলাবদ্ধ হই এবং যদি আমরা এককভাবে দলের স্বার্থের দিকে মনোনিবেশ করি, তাহলে আমি নিশ্চিত যে আমরা ভালো করব।’

তিনি আরও মন্তব্য করেন, ‘আমি এই বিষয়ে অত্যন্ত সচেতন যে আমি অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভাপতি।’ এবং বক্তব্যে ঘোষণা করেন যে সাংগঠনিক নির্বাচনের জন্য একটি নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে।

Related Articles

Back to top button
error: Content is protected !!