খবরদেশরাজ্য

বিজয়া দশমীতে দেশবাসীকে শুভেচ্ছা মোদির, সম্প্রীতির বার্তা মমতার

সংবাদ সংস্থা : বিজয়া দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রীতির বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।দেশবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জম্মু-কাশ্মীরের উধমপুরে সেনা জওয়ান ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করেন রাষ্ট্রপতি। তাঁদেরও শুভেচ্ছা জানান তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজয়া দশমীর দিনেই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠবে দেশ, টুইটে জানান তিনি।এদিন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা হয় মোদির। তাঁকে বিজয়া দশমী এবং দশেরার শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী।

টুইটে ফোনালাপের কথা উল্লেখ করেছেন তিনি।রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটের মাধ্যমে সম্প্রীতির বার্তা দেন তিনি।টুইটে তিনি জানান, মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।

Related Articles

Back to top button
error: Content is protected !!