খবররাজ্য

নবমীতে এক ধাক্কায় আরও অনেকটাই বেড়ে গেল করোনা পজিটিভিটির হার, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা

স্টাফ রিপোর্টার : উৎসবের আনন্দে ভাসছে গোটা বাংলা। পুজোর দিনগুলিতে যাতে করোনা বিধি মেনে চলা হয় সেব্যাপারে বার বার সতর্ক করেছে রাজ্য সরকার। তারপরেও করোনা বিধিকে বুড়ো আঙুল দেখিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। আর তার ফলও মিলেছে হাতে নাতে। উদ্বেগ বাড়ছে ক্রমশ।

বঙ্গে একধাক্কায় পজিটিভিটির হার হয়েছে ২.৯৩ শতাংশ। ১৩ অক্টোবর এই হার ছিল ২.৭৪ শতাংশ। নতুন করে ৫৩০জনের কোভিড ধরা পড়েছে।এর সঙ্গে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০জন।শুধু কলকাতাতেই নতুন করে ১০২জন করোনা রোগীর সন্ধান মিলেছে। গোটা রাজ্যের মধ্য়ে কলকাতাতেই করোনা রোগীর সংখ্যা সবথেকে বেশি।

উত্তর ২৪ পরগনাতে এই সংখ্যা হয়েছে ৯৭জন। উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ধরা পড়েছে ২৫জনের। এদিকে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়াতে দুজন করে মৃত্যু হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!