খবররাজ্য

জোড়া নিম্নচাপের দাপট, ফের বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ

স্টাফ রিপোর্টার : জোড়া নিম্নচাপের দাপট। ফের বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ঙ্গোপসাগর ও আরব সাগরে দু’টি নিম্নচাপ অবস্থান করছে।

এটি ক্রমশ দক্ষিণ ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছবে।নিম্নচাপের জেরে আগামী রবি এবং সোমবার ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিতে (Rain) ভিজতে পারে দক্ষিণবঙ্গ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে শনিবার থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

রবি ও সোমবার বাড়বে বৃষ্টির দাপট। সমুদ্রে যাঁরা রয়েছেন তাঁদের শনিবার সন্ধের মধ্যে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। রবি ও সোমবার সমুদ্র উত্তাল থাকবে। তাই এই দু’দিন মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!