খবরদেশবিনোদন

জেলের খরচ চালাতে আরিয়ানকে ৪,৫০০ টাকার মানি অর্ডার পাঠালেন শাহরুখ

সংবাদ সংস্থা : জেলবন্দি আরিয়ান খানের জন্য আর্থার রোড সংশোধনাগারে এল 4,500 টাকার মানি অর্ডার ৷ এ কথা জানিয়েছেন সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্ট ৷মুম্বই ক্রুজের মাদক পার্টি থেকে গ্রেফতার হয়েছিলেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান ৷ আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেওয়ায় বর্তমানে তিনি আর্থার রোড সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷

সেখানকারই সুপার নীতিন ওয়েচাল জানিয়েছেন, গত 11 অক্টোবর আরিয়ান খানের পরিবারের তরফ থেকে পাঠানো 4,500 টাকা মানি অর্ডার এসেছে ৷ তা গ্রহণ করেছে জেল কর্তৃপক্ষ ৷ নিয়ম অনুযায়ী সংশোধনাগারে নিজের খরচ চালানোর জন্য সর্বাধিক 4,500 টাকার মানি অর্ডার পেতে পারেন জেলবন্দি ৷

Related Articles

Back to top button
error: Content is protected !!