খেলা
ভারতের মেন্টর হওয়ার জন্য কোনও টাকা নিচ্ছেন না ধোনি

সংবাদ সংস্থা : আইপিএলের শেষের দিকে, আর ইতিমধ্যেই চড়তে শুরু করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পারদ। ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের আসন্ন বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের তো বটেই, পাশপাশি দলের মেন্টর হিসাবে মহেন্দ্র সিং ধোনিকে দেখার জন্যও মুখিয়ে আছে আপামর ক্রিকেটভক্তরা।
তবে কিংবদন্তী প্রাক্তন ভারতীয় অধিনায়ক এর জন্য এক কড়িও পারিশ্রমিক নিচ্ছেন না। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং সেই কথার সত্যতা নিশ্চিত করে জানান, ধোনি ভারতীয় দলের মেন্টরের দায়িত্ব পালন করতে কোনরকম পারিশ্রমিক নেবেন না।