
স্টাফ রিপোর্টার : উৎসবের মরশুমে বিষাদের ছায়া বারাসতে। বাজি পোড়াতে গিয়ে প্রাণ গেল এক শিশুর। মঙ্গলবার অর্থাৎ সপ্তমীর সকালের এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া। শিশুটির নাম সায়ন সেন। বয়স ৫ বছর। বারাসত ২৯ নম্বর ওয়ার্ডের বড়পোল এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, কয়েকজন বাচ্চা মিলে চকোলেট বোমা ফাটাচ্ছিল। প্রত্যেকেরই বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। চকোলেট বোমাটি টিনের কৌটোর মধ্যে রেখে ফাটাতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। বোমা ফেটে টিনের কৌটোটি ছিটকে গিয়ে লাগে বছর পাঁচের সায়নের গলায়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় তার।একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে বারাসতের ওই পরিবার।