
সংবাদ সংস্থা : ব্যর্থ হল ভারত-চিনের মধ্য়ে ১৩ দফার সেনা স্তরীয় বৈঠক। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও গোগরা, হট স্প্রিং-র মতো সংঘর্ষস্থল থেকে সেনা সরানোর লক্ষ্যেই রবিবার মল্ডোয় সেনাস্তরীয় বৈঠকে বসেছিল দুই দেশ। ভারতীয় সেনা সূত্রে দাবি, চিনের তরফে কিছুতেই সেনা প্রত্যাহারের প্রস্তাব মানা হচ্ছিল না এবং আগামিদিনে আলোচনা সম্ভব, এমন কোনও প্রস্তাবও দেওয়া হয়নি।
সেনা বাহিনীর তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, “বৈঠক চলাকালীন ভারতের পক্ষ থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও তার সংলগ্ন সংঘর্ষস্থলগুলি নিয়ে সমাধানের জন্য একাধিক প্রস্তাব দেওয়া হলেও চিনা পক্ষ সেই প্রস্তাব মানতে অস্বীকার করে। পূর্ব লাদাখের বাকি থাকা সংঘর্ষস্থলগুলি নিয়ে আলোচনায় কোনও সমাধান সূত্র না মেলায় এই আলোচনাকে ব্যর্থ বলেই গণ্য করা হচ্ছে।”
বিবৃতিতে আরও জানানো হয়েছে, রবিবারের আলোচনা ব্যর্থ হলেও দুই দেশই নিয়মিত যোগাযোগ বজায় রাখা ও পূর্ব লাদাখে শান্তি বজায় রাখতে সহমত হয়েছে।
ভারতীয় সেনার তরফে বলা হয়, “আমরা আশা করছি চিন দ্বিপাক্ষিক সম্পর্ককে মাথায় রাখবে এবং আগামিদিনে দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনেই এই সমস্যাগুলির সমাধানের জন্য শীঘ্রই এগিয়ে আসবে।”