
সংবাদ সংস্থা : বিয়ের জন্য অল্প বয়সী হিন্দু ছেলে-মেয়েদের ধর্মান্তকরণ করা উচিত নয় ৷ এমনই মনে করেন আরএসএস প্রধান মোহন ভাগবত ৷ রবিবার এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ধর্মান্তকরণ হয় কীভাবে ? শুধুমাত্র তুচ্ছ ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য হিন্দু ছেলে-মেয়েরা কীভাবে নিজেদের ধর্ম পরিবর্তন করতে পারে ? যারা এমনটা করে, তারা ঠিক করে না ৷ কিন্তু সেটা অন্য বিষয় ৷ আমরা কি আমাদের সন্তানদের ঠিক মতো বড় করে তুলতে পারছি না ?
আমাদের বাড়িতেই এই মূল্যবোধ নিয়ে ছেলে-মেয়েদের শিক্ষা দিতে হবে ৷ আমাদের নিজেদের স্বার্থে, আমাদের ধর্মের স্বার্থে এবং আমাদের ঐতিহ্যের স্বার্থে ছেলে-মেয়েদের অন্তরে এই মূল্যবোধের ভাবনা ঢুকিয়ে দিতে হবে ৷’’ রবিবার উত্তরাখণ্ডের হলদোয়ানিতে আয়োজিত একটি অনুষ্ঠানে একথা বলেন আরএসএস প্রধান ৷ অনুষ্ঠানে সপরিবার উপস্থিত ছিলেন সংঘের সদস্যরা ৷মোহন ভাগবতের বক্তব্য হল, ধর্মান্তকরণ নিয়ে কোনও প্রশ্ন উঠলে ঘাবড়ালে চলবে না ৷ ধর্মরক্ষার স্বার্থে তার জবাব দিতে হবে ৷
তিনি বলেন, ‘‘যদি এ নিয়ে কোনও প্রশ্ন সামনে আসে, তবে তার জবাব দিন ৷ ঘাবড়ে যাবেন না ৷ আমাদের নিজেদের সন্তানদের তৈরি করতে হবে ৷ আর তার জন্য আমাদেরও শিখতে হবে ৷’’ প্রসঙ্গত, কট্টর হিন্দুত্ববাদী মন্তব্য করার জন্য মোহন ভাগবত বহুবার সমালোচনার মুখে পড়েছেন ৷ কিন্তু, কোনও দিনই সেসব পাত্তা দেন না তিনি ৷