
স্টাফ রিপোর্টার : দমদম পার্ক ভারতচক্রের দুর্গাপুজো কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো। প্রত্যেক বছর তাদের থিম পুজো তাক লাগিয়ে দেয়। দ্বিতীয়া, তৃতীয়া থেকেই দিনভর মণ্ডপের বাইরে লম্বা লাইন মানুষের। কিন্তু এ বছর তাদের থিম ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। পুজো মণ্ডপ সাজানো হয়েছে জুতো দিয়ে। আর এখানেই আপত্তি বিজেপির।
এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত বলেই দাবি তাদের। এ নিয়ে এক আইনজীবী নোটিসও পাঠিয়েছে পুজো কমিটিকে। এবার সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম বলেন, “বিজেপি প্রত্যেকে পুজোতেই নোংরা রাজনীতি টেনে নিয়ে আসে। জগদ্ধাত্রী মা আমাদের সবাইকে সৃষ্টি করেছে। আমি মণ্ডপ কী দিয়ে সাজাব তা নিয়ে বিজেপি ফতোয়া জারি করবে, এটা তো মানা যায় না।
কাউকে অপমান করার জন্য ভারতচক্র এই মণ্ডপ তৈরি করেনি। আজকের অবস্থাটা বোঝাবার জন্য এই মণ্ডপ তৈরি করেছে। সেখানে একটা প্রতীকের কাজ করেছে জুতো। আর এটাই বিজেপির গায়ে লেগেছে। কারণ ওদের মনে পাপ আছে। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি এই অবস্থা হয়েছে বিজেপির।”