খেলা

কোহলীদের বিরুদ্ধে আজ আইপিএল প্লে-অফে নামছে কলকাতা

সংবাদ সংস্থা : ক্যাপ্টেন হিসেবে বিরাট কোহলির শেষ আইপিএলে আরসিবির লক্ষ্য প্রথমবার খেতাব জয় ৷ 2012, 2014-র সুদিন ফিরিয়ে আনার প্রচেষ্টা কলকাতা নাইট রাইডার্সের ৷ শারজার মাঠে দুটি দল আজ প্লে অফে মুখোমুখি হচ্ছে ৷ ম্যাচ হারলেই 2021 আইপিএল থেকে বিদায় নিতে হবে ৷

ফলে দুটি দলই জয় পেতে মরিয়া ৷কাগজে কলমে দুটো দলই সমান শক্তিশালী ৷ তবে পরিসংখ্যানের দিক থেকে বিচার করলেন কলকাতা নাইট রাইডার্স কিছুটা এগিয়ে ৷ দুটি দল 28টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করেছে ৷ তারমধ্যে 15টিতে জয় পেয়েছে কিং খানের দল ৷

তবে আরসিবি লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাসে ফুটছে ৷ 14 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিরাটের দল ৷সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ শুরু ম্যাচ ৷

Related Articles

Back to top button
error: Content is protected !!