খেলা
‘কিং ইজ ব্যাক’, ফিনিশার ধোনিকে দেখে উচ্ছ্বসিত কোহলী

টি-টোয়েন্টি বিশ্বকাপে হবু মেন্টরের ম্যাচ জেতানো ইনিংস দেখে উচ্ছ্বসিত কোহলী।
টুইটারে লেখেন, ‘আবার রাজা ফিরে এসেছে। ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশার। নিজেকে আর ধরে রাখতে পারিনি। আবার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠলাম।’