খবরদেশ

উৎসবের মাঝে সুখবর, আরও কমল করোনা সংক্রমণ

সংবাদ সংস্থা : উৎসবের মরশুমে দেশের কোভিড গ্রাফে বড়সড় স্বস্তি। রবিবার তুলনায় গত ২৪ ঘণ্টায় আরও কমল করোনা সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৩২ জন, মৃত্যু হয়েছে ১৯৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২১ হাজার ৫৬৩জন।

এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ শতাংশের বেশি।দেশে কমছে অ্যাকটিভ রোগীর সংখ্যাও। এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ২ লক্ষ ২৭ লক্ষ ৩৪৭। মহামারীর কবলে প্রাণ হারিয়েছেন দেশের মোট সাড়ে চার লক্ষেরও বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ৪৭৮ জন।তবে কেরলের করোনা পরিস্থিতিতে জারি থাকছেই উদ্বেগ।

গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৬৯১ জন, মৃত্যু হয়েছে ৮৫ জনের। বিজয়া দশমীর মধ্যে ১০০ কোটি মানুষকে টিকাদানের লক্ষ্য নিয়ে আরও জোরকদমে চলছে টিকাকরণের কাজ। এ পর্যন্ত ৯৫ কোটি ১৯ লক্ষ ৮৪ হাজার ৩৭৩ জন পেয়েছেন ভ্যাকসিন।

Related Articles

Back to top button
error: Content is protected !!