
সংবাদ সংস্থা : লখিমপুর খেরি কাণ্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ রবিবার বারাণসীতে আয়োজিত একটি কৃষক সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী লখনউ এলেন৷
‘উত্তম প্রদেশ’-এর কাজ কেমন চলছে, তা খতিয়ে দেখলেন৷ ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’-এও সামিল হলেন৷ কিন্তু তিনি লখিমপুর খেরিতে একবারও যেতে পারলেন না৷ স্বজনহারাদের দুঃখ ভাগ করে নিতে পারলেন না৷’’প্রিয়াঙ্কার অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার কৃষক আন্দোলনকে কোনও গুরুত্বই দিচ্ছে না৷ মাসের পর মাস দিল্লির সীমানায় বসে রয়েছেন দেশের অন্নদাতারা৷
অথচ তাঁদের কোনও কথা শোনা হচ্ছে না৷ এমনকী, প্রধানমন্ত্রী দেশের এই কৃষিজীবী মানুষকে আন্দোলনজীবী এবং সন্ত্রাসবাদী বলেও অপমান করেছেন বলে অভিযোগ প্রিয়াঙ্কার৷