খবররাজ্য

মানসিক হাসপাতালে পাগলা কুকুরের তাণ্ডব, আহত ৮ রোগী

স্টাফ রিপোর্টার : কলকাতার পাভলভ মানসিক হাসপাতালে পাগলা কুকুরের তাণ্ডবে আহত হলেন অন্তত ৮ জন রোগী। শনিবার রাতে ঘটনাটি ঘটে পাভলভ হাসপাতালের মহিলা ওয়ার্ডে। ঘটনার জেরে রীতিমতো হুলুস্থুল পড়ে যায় হাসপাতালের ভিতরে। একটি ঘরের ভিতর আটকে কুকুরটিকে পিটিয়ে মারেন হাসপাতালের কর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পাভলভ হাসপাতালের মহিলা ওয়ার্ডের দরজা খোলাই ছিল। সেই দরজা দিয়ে ভিতরে ঢুকে পড়ে একটি পাগলা কুকুর। রোগীদের ওপর আক্রমণ করতে শুরু করে সে। হঠাৎ ওয়ার্ডের ভিতর কুকুরের আক্রমণে দিশেহারা হয়ে পড়েন মানসিক রোগীরা। আর্ত চিৎকার শুরু করেন অনেকে। চিৎকার শুনে সেখানে পৌঁছন হাসপাতালের কর্মীরা।

কিন্তু কুকুরটিকে কোনও ভাবে কাবু করতে পারেননি তারা। একের পর এক রোগীর ওপর আক্রমণ করতে থাকে কুকুরটি।পরিস্থিতি সামাল দিতে এর পর কুকুরটিকে একটি ঘরে আটকে ফেলেন হাসপাতালের কর্মীরা। তারপর পাগলা কুকুরটিকে পিটিয়ে মারেন তাঁরা।

Related Articles

Back to top button
error: Content is protected !!