
বিশ্ব সমাচার, বারুইপুর: বারুইপুর বিশালাক্ষীতলার সপ্তপল্লির সর্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো এ বছর ৪৭ তম বছরে পড়ল। পুজো কমিটির সভাপতি আশিস দেবনাথ বলেন, এবার পুজোর বাজেট ৯ লক্ষ টাকা। এই পুজোর এবারের থিম অন্য দ্বীপ। সাঁওতালি আদিবাসীদের নিয়ে থিম তুলে ধরা হয়েছে।
মণ্ডপের ভিতরে জারোয়া, সাঁওতাল সম্প্রদায়ও আদিবাসীদের সমৃদ্ধ করে তুলেছিল। বিখ্যাত মৃৎশিল্পী গণেশ বায়েন প্রতিমা তৈরি করেছেন। মণ্ডপ তৈরি করেছে বারুইপুরের সাহা ডেকোরেটর। হাইকোর্টের সমস্ত বিধি মেনেই এই পুজোর ব্যবস্থা করা হয়েছে। চতুর্থীর পূর্ণ লগ্নে এই পুজোর উদ্বোধন করেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
হাজির ছিলেন বারুইপুর পুরসভার প্রশাসক শক্তি রায়চৌধুরী, উপ-মুখপাত্র স্বপন মণ্ডল, পুরসভার বিদায়ী কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, বিশিষ্ট সমাজসেবক শুকুর আলি সহ বিশিষ্টজনেরা।