খবররাজ্য

নন্দীগ্রামের নাম পালটে মমতাময়ী নগর, সিদ্ধান্তে খুশি বাসিন্দারা

স্টাফ রিপোর্টার : দীর্ঘ কুড়ি বছর পরে গ্রামে এল বিদ্যুৎ। তাও মুখ্যমন্ত্রীর উদ্যোগে। আর তাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাসিন্দারা গ্রামের নাম বদল করে রাখলেন ‘মমতাময়ী নগর’।বর্তমান সরকারের আমলেই আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের সান্তালপুরের নন্দীগ্রামে বিদ্যুৎ এল পুজোর আগেই।

তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরনামেই গ্রামের নাম রাখলেন গ্রামবাসীরা। তৃণমূল নেতারা নতুন এই নামের উদ্বোধন করেন। টাঙানো হয়েছে একটি সাইনবোর্ডও। পাশাপাশি চালু করা হয় বিদ্যুৎ পরিষেবাও।নতুন এই নামকরণের উদ্বোধনী অনুষ্ঠান সম্পূর্ণ করে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশচিক বড়াইক বলেন, “নন্দীগ্রামের নাম পালটে মমতাময়ী নগর রাখা হয়েছে।

গ্রামের বাসিন্দারাই এই নাম রেখেছেন। আসলে রাজ্যের মুখ্যমন্ত্রীর গ্রামের উন্নয়নের কাজের জন্য পদক্ষেপ করেছেন। তাই খুশি হয়ে গ্রামবাসীরা এই নামটা রেখেছেন।”

Related Articles

Back to top button
error: Content is protected !!