টি২০ বিশ্বকাপে দুটি নতুন কীর্তি গড়ার সামনে কোহলী ও রোহিত

সংবাদ সংস্থা : বিরাট কোহলীর মুকুটে অনেক পালক থাকলেও আইসিসি-র কোনও প্রতিযোগিতা না জেতার ক্ষত রয়েই গিয়েছে। এ বারের টি২০ বিশ্বকাপে সেই ক্ষত পূরণের চেষ্টা করবেন অধিনায়ক কোহলী। সেই সঙ্গে আরও একটি রেকর্ডের সামনে তিনি। শুধু কোহলী নন, রেকর্ডের সামনে রোহিত শর্মাও।টি২০ ক্রিকেটে সব চেয়ে বেশি রানের মালিক কোহলী।
৯০টি ম্যাচে ৩১৫৯ রান করেছেন ভারত অধিনায়ক। টি২০ বিশ্বকাপে সব চেয়ে বেশি রানের তালিকায় শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে কোহলীর সামনে। এ বারের বিশ্বকাপে ২৪০ রান করলেই শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে টপকে যাবেন তিনি। ১০১৬ রান করে টি২০ বিশ্বকাপে সর্বাধিক রানের তালিকায় শীর্ষে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক।রোহিতের সামনে ছয়ের রেকর্ড গড়ার সুযোগ। টি২০ বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সব চেয়ে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে যুবরাজ সিংহের (৩৩টি)।
সেই রেকর্ডকে টপকে যেতে রোহিতকে এ বারের বিশ্বকাপে ১০টি ছয় মারতে হবে। তা হলেই যুবরাজকে টপকে যাবেন ভারতীয় ওপেনার। টি২০ বিশ্বকাপে সব চেয়ে বেশি ছয় মেরেছেন ক্রিস গেল। ৬০টি ছয় মেরেছেন ক্যারিবিয়ান তারকা। দ্বিতীয় স্থানে রয়েছেন যুবরাজ।