খবরদেশ

উৎসবে জঙ্গি হামলার সম্ভাবনা, কড়া সতর্কবার্তা জারি

সংবাদ সংস্থা : জঙ্গি হামলা হতে পারে, তাই কড়া সতর্কবার্তা জারি হল দিল্লিতে ৷ উৎসবের মরশুমে রাজধানীতে জঙ্গিরা আক্রমণ করতে পারে, জানিয়েছে দিল্লি পুলিশ ৷ তাই শনিবার উচ্চ-আধিকারিকদের নিয়ে পুলিশ কমিশনার রাকেশ আস্থানা একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন ৷ তিনি জানান, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে জঙ্গিরা দিল্লিতে সন্ত্রাস চালাতে পারে ৷

তবে তিনি এও নিশ্চিত করেছেন যে, স্থানীয়দের সাহায্য না পেলে জঙ্গিদের পক্ষে এমন হামলা করা সম্ভব নয় ৷ রাকেশ বলেন, “স্থানীয় অপরাধী, গ্যাংস্টার এবং মৌলবাদীরাই আক্রমণ করতে সহযোগিতা করতে পারে ৷” কমিশনার আরও জানান যে, সাইবারক্যাফে, রাসায়নিক দোকান, পার্কিং স্পেস, গাড়ির ডিলারদের উপর নজরদারি চালানো হচ্ছে ৷ জানা গিয়েছে, পেট্রল পাম্প এবং পেট্রল ট্যাঙ্কারকে নিশানা করতে পারে জঙ্গি সংগঠন ৷

তিনি দিল্লির বিভিন্ন অঞ্চলে কর্মরত মানুষ এবং ভাড়াটেদের বিষয়ে খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ পুলিশ আরডব্লিউএ, আমন কমিটির সঙ্গেও আলোচনা করবে ৷ ‘আইজ অ্যান্ড ইয়ারস স্কিম’-এর অন্তর্ভুক্ত নজরদারি সংস্থাগুলির সঙ্গেও একযোগে কাজ করার কথা জানিয়েছেন পুলিশ কমিশনার ৷

Related Articles

Back to top button
error: Content is protected !!