
সংবাদ সংস্থা : উত্তরপ্রদেশের লখিমপুরে চার কৃষক-সহ আট জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ১২ ঘণ্টার জিজ্ঞসাবাদ শেষে আশিসের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর তাঁকে তোলা হয় আদালতে। সেখানে বিচারক তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়িয়েছেন বিরোধীরা।
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন। উত্তরপ্রদেশের লখিমপুরে চার কৃষক-সহ আট জনের মৃত্যুর ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। শনিবার ১২ ঘণ্টার জিজ্ঞসাবাদ শেষে আশিসের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তার পর তাঁকে তোলা হয় আদালতে। সেখানে বিচারক তাঁর বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আরও সুর চড়িয়েছেন বিরোধীরা।
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছেন। সাত সদস্যের একটি প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে চান। তাঁরা আবেদন করেছেন, এই ঘটনায় রাষ্ট্রপতি যেন হস্তক্ষেপ করেন। যত দিন না কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পদত্যাগ করছেন তত দিন নিরপেক্ষ তদন্ত হবে না বলেই দাবি করেছেন বিরোধীরা।