খবরদেশ

‘আমার চোখে শ্রেষ্ঠ গণতান্ত্রিক নেতা মোদীই’ : অমিত শাহ

সংবাদ সংস্থা : তাঁর চোখে দেখা শ্রেষ্ঠ গণতান্ত্রিক নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী -ই, রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।প্রধানমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, “আমার সৌভাগ্য যে আমি বিরোধী দল ও প্রশাসক- দুই পদে থাকাকালীনই মোদীজীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। আমি কখনওই ওনার মতো কোনও শ্রোতা দেখিনি।

যে কোনও বিষয়েই বৈঠক হোক না কেন, মোদীজী প্রয়োজন অনুযায়ী অতি সামান্য কথা বলেন এবং বাকি সময় গুরুত্ব দিয়ে সকলের কথা শোনেন। কারোর পদ বিচার করে নয়, উনি সকলেরই মতামতের গুরুত্ব দেন এবং তার প্রেক্ষিতে সিদ্ধান্ত নেন। সুতরাং একথা কোনওভাবেই সত্যি নয় যে প্রধানমন্ত্রী স্বৈরাচারী।”স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “মোদীজী সবথেকে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্যাবিনেট পরিচালন করেন।

বৈঠকে কী নিয়ে আলোচনা হচ্ছে, তা জনসমক্ষে প্রকাশ করা যায় না বলে একটা ভুল ধারণা তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রী নিজেই যাবতীয় সিদ্ধান্ত নেন। এটি সম্পূর্ণ ভুল। উনি যে কোনও বিষয়েই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে আলোচনা করেন, সিদ্ধান্তের ভাল-খারাপ দুটি দিকই বিচার করেন এবং তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেন। উনি দেশের প্রধানমন্ত্রী, সুতরাং ওনার অধিকার রয়েছে যে কোনও বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার।”

Related Articles

Back to top button
error: Content is protected !!