সুসংবাদ রয়েছে নাইট শিবিরে, রাসেল অনেকটাই ফিট

সংবাদ সংস্থা : রাজস্থান রয়্যালসকে বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফ সম্ভাবনা উজ্জ্বল করে তোলার পাশাপাশি আরও সুসংবাদ রয়েছে নাইট রাইডার্স শিবিরে। আন্দ্রে রাসেল অনেকটাই ফিট হয়ে উঠেছেন এবং প্লে-অফে তিনি খেলতে পারবেন বলে আশা করছে কেকেআর। বৃহস্পতিবার ম্যাচের পরে নাইটদের ‘চিফ মেন্টর’ ডেভিড হাসি বলেছেন, ‘‘ফিটনেস টেস্ট দিয়েছে রাসেল।
মাঠে ফেরা থেকে আর একটি ম্যাচ দূরে রয়েছে বলে আমার মনে হচ্ছে। প্লে-অফেই ফেরার মরিয়া চেষ্টা করছে ও। যা শুধু আমাদের জন্য নয়, প্রতিযোগিতার জন্যও দারুণ হবে। রাসেল বিশ্বমানের ক্রিকেটার। ওর মতো বিনোদন কে দিতে পারবে!’’ অধিনায়ক অইন মর্গ্যানও মনে করিয়ে দিতে ভোলেননি যে, চোট থেকে রাসেলের দ্রুত সেরে ওঠার ইতিহাস রয়েছে।
‘‘গত বছর হ্যামস্ট্রিংয়ের পেশিতে বড় ধরনের চোট হয়েছিল, পেশি ছিঁড়ে যায়। তবু দু’সপ্তাহে ফিরে এসেছিল। এ বারও তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য খুব পরিশ্রম করছে। আশা করব, আমরা ওকে পাব, সবাই ওকে খেলতে দেখতে পাবে।’’ প্রথম এলিমিনেটর ১১ অক্টোবর, তাই রাসেল সম্পূর্ণ ফিট হওয়ার জন্য আরও দিন তিনেক সময় পাচ্ছেন।