খবরজেলা

ভাঙড়ে পুজোর আগে পুলিশের জালে আগ্নেয়াস্ত্র সহ ৪ দুষ্কৃতী

বিশ্ব সমাচার, বারুইপুর: অনেক দিন ধরেই এলাকায় এরা নান দুষ্কর্ম করে বেড়াচ্ছিল। শেষে পুজোর আগে ভাঙড়ে প্রচুর আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার হল চার দুষ্কৃতী। ভাঙড়ের বড়ালি এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে ভাঙড় থানার পুলিশ বড়ালি গ্রামে ইয়াসিন আখঞ্জির বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ মোট ৬০ রাউন্ড কার্তুজ এবং দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে।

ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ইয়াসিন আখঞ্জি সহ মোট চারজনকে গ্রেফতার করে ভাঙড় থানার পুলিশ। তাদেরকে পুলিশি হেফাজতে এনে আরও আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হতে পারে বলে পুলিশ সূত্রে খবর।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক রঙ চড়েছে ভাঙড়ে। তৃণমূল নেতা কাইজার আহমেদের দাবি, গ্রেফতার হওয়া সকলেই আইএসএফের সক্রিয় কর্মী।

এদের সঙ্গে আরও অনেকে যুক্ত আছে বলে দাবি করেন কাইজার। শুক্রবার এই দুষ্কৃতীদের ভাঙড় থানার পুলিশ বারুইপুর মহাকুমা আদালতে তোলে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে।

Related Articles

Back to top button
error: Content is protected !!