বিগ ব্যাশ লিগে ব্রিসবেন হিটে ভারতের পুণম যাদব

সংবাদ সংস্থা : আসন্ন মেয়েদের বিগ ব্যাশ লিগে এবার সই করলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা লেগ স্পিনার পুণম যাদব এ বারের বিগ ব্যাশ লিগে খেলবেন ব্রিটবেন হিটের হয়ে। ভারতের অষ্টম ক্রিকেটার হিসেবে পুণম বিগ ব্যাশ লিগে খেলবেন।অস্ট্রেলিয়ান এই ঘরোয়া টি-২০ লিগে ৩০ বছর বয়সী পুণম নিউজিল্যান্ডের লেগ স্পিনার অ্যামেলিয়া কেরের পরিবর্ত হিসেবে ব্রিসবেনের দলে যোগ দিলেন।
কিউয়ি ক্রিকেটার অ্যামেলিয়া ব্যক্তিগত কারণে এ বারের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন।বিগ ব্যাশ লিগের পক্ষ থেকে পুণমের ব্রিসবেন হিটে যোগ দেওয়ার খবর জানানো হয়। টুইটারে তারা লেখে, ‘আমরা সকলেই জানি পুণম যাদব কী করে দেখাতে পারেন। এ বছর তিনি ব্রিসবেন হিটের হয়ে বিগ ব্যাশে খেলবেন।’পুণম ছাড়াও আরও যে সাতজন ভারতীয় মহিলা ক্রিকেটার অস্ট্রেলিয়ার মেয়েদের বিগ ব্যাশ লিগের সঙ্গে যুক্ত তাঁরা হলেন- স্মৃতি মান্ধানা , দীপ্তি শর্মা , শেফালি ভর্মা , রাধা যাদব, রিচা ঘোষ , জেমাইমা রদ্রিগেজ ও হরমনপ্রীত কৌর।
ব্রিসবেন হিটের কোচ অ্যাশলে নফকে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক বিবৃতিতে বলেন, “যখন আমরা অ্যামেলিয়া কেরকে পাব না জানতে পেরেছিলাম, তখন আমরা আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা আমাদের গ্রুপকে নিজেদের সম্পর্কে একটি ভালো হিসেব দিতে পারব কিন্তু পুণমের দক্ষতা এবং ওকে এই প্রতিযোগিতায় যোগ করা একটা বিশাল রেজাল্ট।”