বিশ্ব সমাচার, বারুইপুর: বারইপুর উকিলপাড়ার সর্বজনীন দুর্গোৎসব সমিতির এবারের দুর্গাপুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করল। ক্লাবের সম্পাদক জানান, এবার মণ্ডপ হচ্ছে একটি গ্রামের মন্দিরের আদলে। বাজেট চার লক্ষ টাকা। এখানে এলইডি লাইট দিয়ে সাজানো হয়েছে। প্রশাসনের গাইডলাইন অনুযায়ী সবকিছু মেনে চলা হবে। মণ্ডপের চারদিকে খোলা।
এখানে নবমীর দিন পাড়ার বাসিন্দাদের মায়ের মহাভোগ খাওয়ানো হয় সন্ধ্যায়।সেই সঙ্গে বারুইপুর কিশোর সংঘের এবারের দুর্গাপুজো ৪৪ বছরে পদার্পণ করেছে। ক্লাবের সভাপতি স্বপনকুমার নস্কর বলেন, এই পুজো একসময় রেলের কর্মীরা এবং কিশোর সংঘের সদস্যরা যৌথভাবে করতেন। কিন্তু এখন কিশোর সংঘের সদস্যরাই এই পুজো করছেন। এবার দুর্গাপ্রতিমা কুমোরটুলি থেকে আনা হয়েছে।
মণ্ডপের ভিতরে থাকবে ১৫ জনের একটি টিম। তাঁরা ডবল ডোজের ভ্যাকসিন নিয়েছেন। এছাড়া এই পুজোর মাঠে দুর্গাপুজো উপলক্ষে বিশাল মেলা বসে। এই মেলা প্রায় এক মাস ধরে চলবে। চতুর্থীতে পুজোর উদ্বোধন করবেন পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।