খবরদেশ

পুলিশের কাছে হাজিরা দিলেন লখিমপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশিস

সংবাদ সংস্থা : শেষ পর্যন্ত পুলিশের কাছে হাজিরা দিলেন কেন্দ্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজয় মিশ্র টেনির ছেলে আশিস মিশ্র। শনিবার সকালে পুলিশের অপরাধদমনকারী শাখার আধিকারিকদের সামনে হাজির হন আশিস সকাল ১১টা নাগাদ তিনি একটি নীল রঙের গাড়িতে আসেন এবং পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন বলে জানা গিয়েছে।

এর আগে হিংসা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার তাঁকে সকাল ১০টা নাগাদ হাজিরা দেওয়ার কথা জানিয়ে নোটিস পাঠিয়েছিল উত্তর প্রদেশ পুলিশ। এমনকি তাঁর বাবা রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রের বাড়ির দরজাতেও ছেলের হাজিরা দেওয়ার নোটিস সেঁটে দিয়ে এসেছিল উত্তর প্রদেশ পুলিশ।

তবে পুলিশ আধিকারিকরা আশইসের অপেক্ষায় থাকলেও আশিস হাজিরা দেননি। এরপর ফের তাঁকে নোটিশ পাঠানো হয় পুলিশের তরফে।শেষমেশ শনিবার সকালে হাজিরা দিলেন তিনি ৷

Related Articles

Back to top button
error: Content is protected !!