
স্টাফ রিপোর্টার : পুজোর চারদিন শহরে বন্ধ থাকছে করোনার টিকাকরণ। পুরসভার স্বাস্থ্যবিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রশাসকমণ্ডলীর সদস্য অতীন ঘোষ জানিয়েছেন, ১২ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। অর্থাৎ কলকাতার যাঁরা বাসিন্দা, তাঁরা পুজোর চারদিন টিকা পাবেন না।
এ প্রসঙ্গে চিকিৎসক কাজলকৃষ্ণ বণিক বলেন, “করোনা মোকাবিলা সকলের সহযোগিতা ও অংশগ্রহণের মধ্যে দিয়েই করতে হবে। টিকাকরণ করোনা মোকাবিলার অন্যতম শ্রেষ্ঠ হাতিয়ার এ নিয়ে কোনও সন্দেহ নেই। সেই কাজটা যদি বন্ধ রাখা হয়, তাও চারদিন টানা তা হলে তো সমস্যা হতেই পারে।
আমরা বলছি যত কম সময়ের মধ্যে সম্ভব মানুষকে টিকা দিতে। অথচ চারদিন ধরে কলকাতা শহরে টিকাকরণ বন্ধ থাকবে। অথচ অন্যান্য কাজ হবে, সেটা না হলেই ভাল হয়। আমাদের লক্ষ্য যত বেশি সংখ্যক মানুষের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়।”