খবরদেশ

তরুণীকে গণধর্ষণ, গ্রেফতার চার

সংবাদ সংস্থা : বাণিজ্যনগরী মুম্বইয়ে চলন্ত ট্রেনের মধ্যেই ২০ বছরের তরুণীকে গণধর্ষণ করা হল। এই ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। অভিযোগ, ওই তরুণীকে ৮জন মিলে লাগাতার ধর্ষণ করেছে। লখনৌ–মুম্বই পুষ্পক এক্সপ্রেসে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। এমনকী গণধর্ষণ করেই তারা ক্ষান্ত হয়নি।

তরুণীর কাছে থাকা টাকা–পয়সা, গয়না সব লুঠ করে নিয়ে যায়।শুক্রবার সকালে এই ঘটনা ঘটলেও তা শনিবার ছড়িয়ে পড়ে বিদ্যুৎ গতিতে। শনিবার পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে বাকি চারজন এখনও পলাতক। এই ৮ জনের একটি দল ট্রেনে উঠে ফাঁকা পেয়ে তরুণীকে ঘিরে ধরে।

তার পর খুন করে দেওয়া হবে চেঁচালে বলে হুমকি দেওয়া হয়। কিছু বুঝে ওঠার আগেই তরুণীর পোশাক ছিঁড়ে দেওয়া হয়। তারপর হাত–পা ধরে রেখে গণধর্ষণ করা হয়। পলাতকদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!