
সংবাদ সংস্থা : ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ফিউমিও কিশিদা-র সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিদিনে ভারত ও জাপানের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করা ও বৈশ্বিক অংশদারীত্বে কাজ করা নিয়ে আশাবাদী বলেও জানান প্রধানমন্ত্রী মোদী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে টুইটে বলেন, “এইচ ই ফুমিও কিসাদার সঙ্গে কথা হল এবং জাপানের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য তাঁকে শুভেচ্ছাও জানালাম। ভারত ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও উন্নয়ন বজায় রাখতে মিলিতভাবে কাজ করার জন্য আমি আশাবাদী।”