
স্টাফ রিপোর্টার : চার বিধানসভা কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে ভোট হবে ৩০ অক্টোবর। ফল প্রকাশ ২ নভেম্বর। চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও কড়া নিরাপত্তার বলয়েই সারতে চাইছে নির্বাচন কমিশন। রাজ্যের বকেয়া চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য আপাতত মোট ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
১৩ অক্টোবরের আগেই আসবে তারা। এই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে দিনহাটা, শান্তিপুর, খড়দহ, ও গোসবা কেন্দ্রের জন্য। এই বাহিনী মোতায়েনের মূল লক্ষ্যই হল নির্বাচনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা।
২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে বিএসএফের ৯ কোম্পানি, সিআরপিএফের ৮ কোম্পানি, সিআইএসএফ ও এসএসবি’র ৫ কোম্পানি করে থাকছে। বাকিটা এখনও জানা যায়নি।তবে কোন কেন্দ্রের জন্য কত বাহিনী থাকবে সেটা স্থানীয় জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়ানো হতে পারে।