
সংবাদ সংস্থা : কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকল দলের শীর্ষ নেতৃত্ব।শনিবার কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল টুইট করে জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর ফের কংগ্রেস ওয়ার্কিং কমিটি বৈঠকে বসতে চলছে। সেই বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং পাঁচ রাজ্যের আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হবে।
তবে কংগ্রেস সূত্রের খবর, আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচন এবং দলের অন্দরের টালমাটাল পরিস্থিতির মধ্যে কংগ্রেসের স্থায়ী সভাপতি নির্বাচন নিয়েও আলোচনা হবে ওয়ার্কিং কমিটির বৈঠকে।