বিশ্ব সমাচার, বারুইপুর: সাংসারিক অশান্তির জেরে বিষ খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বৃন্দাখালি মাছ পুকুর এলাকায়। মৃত ব্যক্তির নাম সইফুদ্দিন মোল্লা(২৭)। সইফুদ্দিন পেশায় চাষি ছিলেন। পরিবার সূত্রে খবর, সইফুদ্দিনের সঙ্গে প্রায়ই বাড়িতে অশান্তি লেগে থাকত।
অভিযোগ, স্ত্রীর দাবি ছিল, তাঁর নামে জায়গাজমি সব লিখে দিতে হবে। তাতে শাশুড়িরও সায় ছিল। সইফুদ্দিন না লিখে দেওয়া অনেকদিন ধরেই অশান্তি চলছিল। প্রায় ২৫ বছর আগে সইফুদ্দিনের বিয়ে হয়েছিল। সোমবার বিকালে অশান্তি চরমে উঠলে সইফুদ্দিন ঘরের ভিতরে গিয়ে ধানের পোকা মারার কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন।
তাঁকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বুধবার রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।