খবরদেশ

লাল ফৌজের ২০০ সেনাকে আটকাল ভারতীয় বাহিনী

সংবাদ সংস্থা : ফের মুখোমুখি ভারত ও চিন সেনা। লাদাখে নয়, এ বার অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় প্রায় ২০০ চিনা ফৌজের উপস্থিতির খবর মিলল। তবে বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি হলেও সংঘর্ষে না জড়িয়ে ভারতের তরফে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত সপ্তাহেই অরুণাচল প্রদেশ সীমান্তে রুটিনমাফিক টহলদারির সময় প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ভারতীয় অংশের অনেকটা কাছাকাছি এসে পড়ে চিনের লাল ফৌজ। সূত্রের দাবি, ভারতীয় সেনা প্রায় ২০০-র কাছাকাছি চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয়।তবে পূর্ব লাদাখের ঘটনা থেকে শিক্ষা নেওয়ায় এবার চিনা বাহিনী সরাসরি সংঘর্ষে জড়ায়নি।

দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের খবর দেওয়া হলে তারা আলোচনার মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নেন বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা ধরে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চলে সেনার প্রোটোকল মেনেই। সেনা প্রত্যাহারের সময়ও ভারতীয় সেনাবাহিনীকে কোনও ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়নি বলেই জানা গিয়েছে।

Related Articles

Back to top button
error: Content is protected !!