খবরদেশ

লখিমপুর খেরির ঘটনায় 2 কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ও সরকারি চাকরির দাবি অখিলেশের

সংবাদ সংস্থা : লখিমপুর খেরির ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ মৃতদের পরিবারগুলিকে 2 কোটি টাকা করে আর্থিক সাহায্যের দাবি জানান অখিলেশ৷ আর্থিক সাহায্যের পাশাপাশি তিনি সরকারি চাকরির দাবিও জানিয়েছেন তিনি৷রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, “মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছি৷ তাঁরা সবাই ন্যায্য বিচার চান৷

সত্য সামনে আসবে৷ এমন অনেক ঘটনাই রয়েছে যেখানে সত্য জানা যায়নি৷ জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট দিচ্ছে তাতে দেখা যাচ্ছে, উত্তরপ্রদেশে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনা সর্বাধিক৷”অখিলেশ আরও বলেন, “এই মামলায় মন্ত্রী অজয় মিশ্রের সঙ্গে কোনও পুলিশ আধিকারিককে দেখা করতে হলে আগে তাঁকে স্যালুট করতে হবে৷

এখন যে অফিসার মন্ত্রীকে স্যালুট করছেন, তিনি কী সেই মন্ত্রীর বিরুদ্ধে তদন্ত চালাতে পারবেন ? প্রত্যক্ষদর্শীরা বলছেন, মন্ত্রী অজয় মিশ্র এবং তাঁর ছেলে আশিস মিশ্র এই ঘটনায় জড়িত৷ ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে, যাতে এখানে মানুষ ওই ভিডিয়ো শেয়ার করতে না পারেন এবং সত্যিটা কী তা জানতে না পারেন৷”

Related Articles

Back to top button
error: Content is protected !!