খবরদেশবিনোদন

মাদক-কাণ্ডে জামিন পেলেন না আরিয়ান

সংবাদ সংস্থা : শাহরুখ-পুত্রের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল না আদালত।বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত।এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই শাহরুখ নিযুক্ত আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন।শুক্রবার সকাল থেকে দীর্ঘ শুনানির পর মাদক মামলায় অবশেষে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে দিল মুম্বইয়ের আদালত ৷

তাঁকে কাটাতে হবে আর্থার রোড জেলেই৷ খারিজ হয়ে গিয়েছে আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিনের আবেদনও৷ তিন জনকেই জামিনের জন্য নগর দায়রা আদালতে আবেদন করতে বলা হয়েছে৷জামিনের আবেদনের বিরুদ্ধে এনসিবি-র যুক্তি ছিল, আরিয়ান খানকে মুক্তি দেওয়া হলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে৷ তিনি প্রভাব খাটিয়ে তথ্য-প্রমাণ বিনষ্ট করে দিতে পারেন৷ যদিও শাহরুখ-পুত্রের আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেন, তাঁর মক্কেলের কাছ থেকে বা তাঁর ব্যাগ থেকে কোনও কিছু উদ্ধার করতে পারেনি এনসিবি৷

পাঁচ দিনে বিশেষ কোনও তথ্যই সামনে আসেনি৷ কারণ সামনে আসার মতো কিছুই সে রকম নেই৷ আরিয়ান সম্ভ্রান্ত পরিবারের৷ ও পালিয়েও যাবে না৷ তবে এই যুক্তি মানতে চাননি বিচারক৷আপাতত আরিয়ান এবং বাকি অভিযুক্তরা তিন থেকে পাঁচ দিন আর্থার জেলে নিভৃতবাসে থাকবেন। ইতিমধ্যেই সেখানে নিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের।

Related Articles

Back to top button
error: Content is protected !!