সংবাদ সংস্থা : করোনা অতিমারির কারণে গত বছর সব বিদেশি টুরিস্ট ভিসা বাতিল করা হয়েছিল। পাশাপাশি ভিনদেশে যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম বেঁধে দিয়েছিল কেন্দ্র।আবার নতুন করে পর্যটকদের জন্য ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে।
করোনা অতিমারির পর থেকে বিদেশি পর্যটকদের আগমন বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার ফের বিদেশি নাগরিকদের পর্যটনের জন্য ভারতে আসার অনুমতি দেওয়া হচ্ছে। আপাতত চার্টার্ড ফ্লাইটে যাঁরা আসবেন, তাঁদের জন্য এই অনুমতি দেওয়া হচ্ছে। পরে সাধারন বিমানেও আসতে পারবেন বিদেশি যাত্রীরা। ১৮ মাস পর এই টুরিস্ট ভিসা দেওয়া শুরু করল কেন্দ্র।
যাঁরা চার্টার্ড বিমানে এই দেশে আসবেন তাঁদের জন্য ১৫ অক্টোবর থেকে নয়া নির্দেশিকা কার্যকর হবে। আর ১৫ নভেম্বর থেকে সাধারণ বিমানে ভারতে আসতে পারবেন পর্যটকরা কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিমান সংস্থাগুলি যাতে কেন্দ্রের সব করোনা বিধি মেনে তবেই ছাত্রীদের নিয়ে আসে।