প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুরের প্রগতি সংঘের এবারের পুজো ২৯ বছরে পড়ল। এবার পুজোর বাজেট ৩০ লক্ষ টাকা। প্রগতি সংঘের সভাপতি মুকুন্দ মুখোপাধ্যায় জানান, এবার পুজোর ভাবনা মুক্তি। মণ্ডপ তৈরি হচ্ছে বাঁশ, দড়ি, কাপড় প্রভৃতি দিয়ে। মণ্ডপটি তৈরি করছে পূর্ব মেদিনীপুর জেলার রাজলক্ষ্মী ডেকোরেটর।
২৫ জন কর্মী গত দেড় মাস ধরে মণ্ডপটি তৈরি করছেন। পুজোর থিম মুক্তি করার কারণ, করোনায় মানুষ জর্জরিত হয়ে আছে। এর মধ্যে তৃতীয় ঢেউ আসতে চলেছে। সেই জায়গা থেকে এবার পুজোর ভাবনা মুক্তি। মানুষ যাতে করোনা থেকে মুক্তি পেতে পারে।
চতুর্থীর দিন এই পুজোর উদ্বোধন করবেন বাংলা সিনেমার নায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়া হাইকোর্টের গাইডলাইন অনুযায়ী মণ্ডপ খোলা রাখা হচ্ছে। অন্যান্য নিয়মও মেনে চলা হবে।