বিশ্ব সমাচার, বারুইপুর: দুর্গাপুজো উপলক্ষে বারুইপুরের নিষিদ্ধ পল্লির ৮৫ জন শিশুকে নতুন পোশাক ও উপহার সামগ্রী দিল উত্তর কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংস্থা রাইজিং স্টার। এই অনুষ্ঠানটি হয় মহালয়ার দুপুরে বারুইপুর পুরসভার বৈষ্ণবপাড়ার একটি বেসরকারি নার্সিং হোমের মালিকের বাগানবাড়িতে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর মহিলা থানার আধিকারিক কাকলি ঘোষকুণ্ডু, সমাজসেবক বিমান দত্ত প্রমুখ। শুধু নতুন পোশাক নয়, পুজোয় খুশিতে ভরিয়ে দিতে শিশুদের হাতঘড়ি, সানগ্লাস এবং রুমাল উপহার দেওয়া হয়। সেই সঙ্গে তাদের দুপুরের খাবার ব্যবস্থা করা হয়।
পুজোর আগে বাচ্চাগুলি ঘড়ি, সানগ্লাস, রুমাল পেয়ে কেউ যেন শাহরুখ খান, কেউ সলমন খান, কেউ আমির খান হয়ে গিয়েছিল। মেয়েদের একেকজন কেউ যেন মাধুরী দীক্ষিত, কেউ মীনাক্ষী শেষাদ্রি, কেউ কাজল মনে করে। শিশুদের আনন্দে বড়রাও খুশি হয়।