রবীন্দ্রনাথ মণ্ডল ও অমিত মণ্ডল, নামখানা:
রক্তদান শিবিরে চারাগাছ বিতরণ করা হল। বুধবার মহালয়ার দিনে দক্ষিণ ২৪ পরগনার নামখানা বাজার দুর্গোৎসব কমিটির উদ্যোগে রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। করোনা অতিমারিতে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতে এই উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বাপি রায়, দক্ষিণ ২৪ পরগনার অধ্যক্ষ ও জিবিডিএ-এর নবনিযুক্ত চেয়ারম্যান শ্রীমন্তকুমার মালি, সমাজসেবী বিদ্যুৎকুমার দিন্দা প্রমুখ। বিদ্যুৎবাবু জানান, ১৫০ জনের বেশি এদিন রক্ত দান করেন।