
সংবাদ সংস্থা : চণ্ডীগড়ে অবস্থিত ব্রিটিশ ডেপুটি হাইকমিশনে নিযুক্ত এক ব্রিটিশ কূটনীতিবিদ যৌন হেনস্থার শিকার হলেন। জানা গিয়েছে, বুধবার সকালে টেনিস খেলতে যাওয়ার সময় দুষ্কৃতীর কবলে পড়েন সেই কূটনীতিবিদ। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতার বয়স ৬০ বলে জানা গিয়েছে।
নিজের অভিযোগে কূটনীতিবিদ জানান, তিনি সকাল সাড়ে ৬টা নাগাদ সেক্টর ৯-এ তাঁর বাড়ি থেকে বেরিয়ে সেক্টর ১০-এ অবস্থিত চণ্ডীগড় লন টেনিস অ্যাসোসিয়েশনের দিকে যান। নির্যাতিতা জানান তিনি যখন হোটেল মাউন্টভিউয়ের কাছে পৌঁছান, তখন দুষ্কৃতী একটি বাইকে করে আছেন তাঁর কাছে।নির্যাতিতা বলেন, ‘আমি বাড়িগুলি পাশ দিয়ে যাচ্ছিলাম যখন আমার পিছনে একটি মোটরসাইকেল এসেছিল।
আরোহী আমাকে তার হাত বা অন্য কিছু দিয়ে আমার পিঠে জোরে আঘাত করে। আমি চিৎকার করে তার পিছনে দৌড়ালাম কিন্তু সে ততক্ষণে পালিয়ে যায়।’ ঘটনার প্রেক্ষিতে চণ্ডীগড়ের সিনিয়র পুলিশ সুপার কুলদীপ সিং চাহাল বলেন, ‘মামলা দায়ের করা হয়েছে। তদন্তকারীরা এলাকায় লাগানো সিসিটিভি স্ক্যান করছে। অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করা হবে।’