স্টাফ রিপোর্টার : কলকাতা হাইকোর্টের নির্দেশে দুর্গাপুজো হতে চলেছে কোভিড–বিধি মেনে। দুর্গাপুজো শুরু হতে হাতে এখনও তিনদিন বাকি। কিন্তু এবার কালীপুজোয় বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে। আর এই মামলা দায়েরের অনুমতি দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
২০২০ সালে করোনাভাইরাসের জেরে বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিল কলকাতা হাইকোর্ট।অবকাশকালীন বেঞ্চ যদি বাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা বহাল রাখে তাহলে এই বছরও বাজি পোড়ানো যাবে না। বাজি পোড়ালে তার থেকে ধোঁয়া বের হয়। তাতে অনেকেরই নিঃশ্বাস নিতে সমস্যা হয়।
তাছাড়া এখনও করোনাভাইরাস দুর্বল হয়নি। তাই বাজি নিষিদ্ধ করা হোক বলে জনস্বার্থ মামলার হলফনামায় উল্লেখ করা হয়েছে।কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় মামলাটি শুনবেন বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার দিনও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছে এই মামলা শোনার অনুমতি চাওয়া হয়েছিল। শুক্রবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের কাছে মামলা শোনার অনুমতি মিলল। আগামী সপ্তাহে এই মামলা শুনানির সম্ভাবনা রয়েছে।