খবরদেশ

এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা সন্স

সংবাদ সংস্থা : টাটা সন্সের হাতে গেল এয়ার ইন্ডিয়া। ১৮,০০০ কোটি টাকায় এয়ার ইন্ডিয়ার মালিকানা পেল টাটা। সর্বোচ্চ দরপত্র দিয়েই এয়ার ইন্ডিয়া অধিগ্রহন করেছে সংস্থা। আজ শুক্রবার অনুমোদন দিল কেন্দ্র।গত বেশ কয়েক বছর ধরে দেনার ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া।

উপায় হিসাবে তাই বিলগ্নিকরণেই আস্থা ছিল কেন্দ্রের। কেন্দ্রীয় সরকার গত সপ্তাহের শুরুতে এয়ার ইন্ডিয়ার দরপত্র মূল্যায়ন শুরু করে। সূত্রের খবর, নিলামে দ্বিতীয় স্থানে ছিলেন স্পাইসজেটের প্রধান অজয় ​​সিং। তাঁদের দরপত্র ছিল প্রায় ১৫ হাজার ১০০ কোটি টাকা।

১৯৩২ সালে ভারত স্বাধীন হওয়ার আগে টাটা গোষ্ঠী এয়ার ইন্ডিয়াকে কিনে নেয়। তখন তার নাম ছিল টাটা এয়ারলাইন্স। এরপর ১৯৫৩ সালে এয়ার ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত সংস্থা হয়। ৬৭ বছর পর ফের তা টাটাদের হাতেই ফিরে এল।

Related Articles

Back to top button
error: Content is protected !!