স্টাফ রিপোর্টার : ফের কমানো হল উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর সিলেবাস।একটি নির্দেশিকা প্রকাশ করে এমনটাই জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।এই নিয়ে দ্বিতীয়বার কমানো হল সিলেবাস। এর আগে অগস্ট মাসে কমানো হয়েছিল উচ্চ-মাধ্যমিক ও একাদশের সিলেবাস।
নির্দেশিকা অনুসারে বাংলা সিলেবাস থেকে বাদ দেওয়া হল স্বামী বিবেকানন্দ ও কাজী নজরুল ইসলামকে। ইতিহাস থেকে বাদ পড়ল ধর্ম, ঔপনিবেশিকতা ও সাম্রাজ্যবাদের বিষয়। করোনাকালে বাতিল হয় এই বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরিস্থিতি না বদলালে আগামী বছরেও পরীক্ষা হবে কি না তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
তাই সব কিছু বিচার করে ফের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেয় উচ্চ শিক্ষা দফতর। তবে যে বিষয়গুলিতে 60 বা তার কম নম্বরের পরীক্ষা নেওয়া হয়ে থাকে অর্থাৎ, মিউজিক, হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন ও ভিজু়য়াল আর্টস-সহ অন্যান্য ভোকেশনাল বিষয়ে সেগুলির সিলেবাসে কোন কাটছাঁট করা হবে না বলে জানানো হয়েছে।