খেলা

হরমনপ্রীত ও গুরজিৎের ঝুলিতে এল এফআইএইচের বর্ষসেরা প্লেয়ার

সংবাদ সংস্থা : ৪১ বছর পর টোকিও অলিম্পিকের মঞ্চ থেকে দেশকে পদক এনে দিয়েছে ভারতীয় পুরুষ হকি দল । অন্য দিকে পদক না জিতলেও চতুর্থ হয়েও দুর্দান্ত পারফরম্যান্সের ওপর ভর করে দেশবাসীর প্রশংসা কুড়িয়েছে ভারতীয় মহিলা হকি দল। আর এ বার অলিম্পিকের পারফরম্যান্সের ওপর ভর করেই আন্তর্জাতিক হকি ফেডারেশন নানা পুরস্কার দিয়েছে। যার সিংহভাগই পেয়েছেন ভারতীয় হকি প্লেয়াররা।

পুরুষ হকিতে বর্ষসেরা প্লেয়ারের পুরস্কার পেয়েছেন হরমনপ্রীত সিং ও মহিলাদের সেরা গুরজিৎ কৌর ।এফআইএইচের বর্ষসেরা পুরস্কারে বেশ দখল রয়েছে ভারতের। ছেলেদের মধ্যে বর্ষসেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন ভারতের অভিজ্ঞ প্লেয়ার পিআর শ্রীজেশ। এবং, সেরা মহিলা গোলকিপার অ্যাওয়ার্ড পেয়েছেন সবিতা পুনিয়া।

মেয়েদের মধ্যে সেরা উদীয়মান প্লেয়ারের পুরস্কার পেয়েছেন শর্মিলা দেবী এবং ছেলেদের মধ্যে সেরা উদীয়মান প্লেয়ারের পুরস্কার পেয়েছেন বিবেক প্রসাদ। এখানেই শেষ নয়। পুরুষ হকি দলের বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন ভারতীয় টিমের কোচ গ্রাহাম রিড এবং মেয়েদের হকি দলের বর্ষসেরা কোচের পুরস্কাও পেয়েছেন ভারতের কোচ সোয়ের্দ মারিনের ঝুলিতে।

Related Articles

Back to top button
error: Content is protected !!