
সংবাদ সংস্থা : লখিমপুরে কৃষক মৃত্যু নিয়ে বিতর্কের মাঝেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র। লখিমপুরে যে এসইউভি গাড়ি দিয়ে কৃষকদের চাপা দেওয়া হয়, সেই গাড়িতে তাঁর ছেলের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হতেই বিরোধী দলগুলি অজয় কুমার মিশ্রের ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছে বিরোধী দলগুলি।
এরই মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ সেই জল্পনাই আরও বাড়িয়ে দিল।এই বৈঠকে কী নিয়ে কথা হয়েছে, সে বিষয়ে এখনও বিশেষ কিছু জানা না গেলেও গতকালই অজয় মিশ্র জানিয়েছিলেন, তাঁকে দলের তরফে সমন পাঠানো হয়নি বা ইস্তফা দিতেও বলা হয়নি। দিল্লিতে তাঁর বেশ কয়েকটি কাজ রয়েছে, তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনার প্রয়োজন রয়েছে।
ইস্তফা দেওয়ার জন্য দলের তরফে কোনও চাপ দেওয়া হয়েছে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আমি কেন ইস্তফা দেব? আমার উপর এইরকমের কোনও চাপ সৃষ্টি করা হয়নি। গোটা বিষয়ের তদন্ত করা হবে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত ও চক্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করব আমরা।”