
সংবাদ সংস্থা : কাশ্মীরের স্কুলে ঢুকে হামলা চালাল জঙ্গিরা। জেহাদিদের গুলিতে দু’জন শিক্ষকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন ওই স্কুলের প্রিন্সিপাল।জানা যাচ্ছে, ওই দুই শিক্ষক শ্রীনগরের সঙ্গম সফকদলের বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে কর্মরত ছিলেন। তাঁদের মধ্যে একজন স্কুলের প্রিন্সিপাল সুখবিন্দর কউর। নিহত অপর শিক্ষকের নাম দীপক।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে ঘটনার সময় চার থেকে পাঁচজন শিক্ষক প্রিন্সিপালের অফিসে বসে বৈঠক করছিলেন। তখনই সেখানে প্রবেশ করে দুই জঙ্গি। দল থেকে মুসলিম শিক্ষকদের আলাদা করে সরিয়ে দুই হিন্দু শিক্ষককে টেনে বেরে করে আনা হয় স্কুল বিল্ডিংয়ের বাইরে। তারপর তাঁদের গুলিতে ঝাঁজরা করে দেওয়া হয়। স্কুলের মাঠেই তাঁরা লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
‘দ্য জম্মু কাশ্মীর পিপলস ডেমোক্র্যাটিক পার্টি’ এই হামলার তীব্র নিন্দা করেছে। তাদের তরফে টুইটারে একটি পোস্ট করে তাদের তরফে প্রশ্ন তোলা হয়েছে, ”কবে মৃত্যুর এই নাচ বন্ধ হবে? প্রশাসন কবে ‘সব স্বাভাবিক’-এর মতো ফাঁপা বুলি আওড়ানো বন্ধ করবে? নিহতদের পরিবারের গভীর সহানুভূতি জানাই।”