
স্টাফ রিপোর্টার : দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রনহীন বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ জনের। আহত বেশ কয়েকজন। বুধবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় মুর্শিদাবাদ জেলা সাগরদিঘি থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের হরপুর মোড়ে। নিহতদের পরিচয় জানা যায়নি। তারা সবাই বাসযাত্রী। আহতদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরপুর মোড়ের কাছে দাঁড়িয়ে ছিল লরিটি। তখন ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে যাওয়া একটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসটি লরির পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাস যাত্রীর। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও ১ জনের। আহত যাত্রীদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করেন স্থানীয়রা। ঘাতক লরিটিকে আটক করেছে সাগরদিঘি থানার পুলিশ।