
সংবাদ সংস্থা : উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে সংঘর্ষে আট জনের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য তদন্ত কমিশন গঠন করল যোগী আদিত্যনাথ সরকার। এলাহাবাদ হাই কোর্টের এক প্রাক্তন বিচারপতিকে কমিশনের প্রধান করা হয়েছে।প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রাক্তন বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে কাজ করবে এই তদন্ত কমিশন।
তদন্তের পরে একটি রিপোর্ট জমা দেবে তারা। সেই রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেবে প্রশাসন। এই ঘটনায় কেউ দোষী প্রমাণিত হলে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার।