খবরদেশবিদেশ

মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠকে বিদেশ সচিব

সংবাদ সংস্থা : দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করে আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরমানের সঙ্গে বৈঠকে বসেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা।বুধবার রাজধানী দিল্লিতে শ্রিংলার সঙ্গে সাক্ষাৎ করেন শেরমান। বৈঠকে করোনা ভ্যাকসিন ও আফগানিস্তান -সহ একাধিক বিষয়ে আলোচনা হয় দু’জনের মধ্যে। তালিবানের উত্থানের মধ্যে মঙ্গলবার দিল্লি পৌঁছন আমেরিকার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরমান।

তাঁর এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিনদিনের সফরে বিদেশমন্ত্রী এস জয়শংকর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গেও বৈঠকে বসবেন শেরমান। এদিন মার্কিন প্রতিনিধি বলেন, “বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক হিসেবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়াড ভ্যাকসিন সহযোগিতার মাধ্যমে গোটা বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দেব আমরা।” ভারত, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এই চার দেশকে নিয়ে গঠিত হয়েছে কোয়াড।

মূলত, চিনকে নজরে রেখেই এই জোট তৈরি হয়েছে। তবে করোনা মহামারীর বিরুদ্ধেও নেমেছে কোয়াড। ভারতের উৎপাদনী শক্তিকে কাজে লাগিয়ে গোটা বিশ্বে ভ্যাকসিন পৌঁছে দিয়ে ‘টিকা কূটনীতি’য়ে বেজিংকে টেক্কা দেওয়ার পদক্ষেপ করছে এই জোট বলে মনে করছেন বিশ্লেষকরা।

Related Articles

Back to top button
error: Content is protected !!